চলে যাবো
- মোঃ সোলায়মান মিয়া ১৯-০৫-২০২৪

আমার ইচ্ছের ভিতর জেগে আছে
চলে যাবার প্রবল ইচ্ছে,
হঠাৎ চলে যাব কোনদিন।

হ্যাঁ,
খুব নীরবে,
নিভৃতে চলে যাবো;
এ যাত্রায় এই চলে যাওয়াটা
গৌরবান্বিত নয়।

পিছনে রেখে যাবো
শত সহস্র পরাজয়ের দাগ;
আফসোস রেখে যাব,
রেখে যাবো তীব্র হাহাকার।

আফসোস!
কিছুই করা হয়নি
নাতিদীর্ঘ জীবন জুড়ে,
হাহাকার এই কারণে যে –
সমগ্র জগত জুড়ে
কোথাও আমার অঙ্কিত
নিজস্ব কোন সোনালী চিহ্ন নেই।

তীব্র খরা নিয়ে চলে যাবো,
নিজেকে দেখিনি কোনদিন নিজের ভিতর;
এই দূঃখ নিয়ে চলে যাবো।
একান্ত কিছু কষ্ট নিয়ে চলে যাবো।

আমার এই চলে যাওয়াতে
কষ্টদের কষ্ট বাড়বে না,
কারো কোন ক্ষতি বৃদ্ধি হবে না কখনও।
শুধু এইটুকু সুখ নিয়ে
সংগোপনে চলে যাবো একদিন।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

murslin
০৯-০৬-২০২০ ১৫:২৬ মিঃ

ভালো লিখেছেন

M2_mohi
০৮-০৬-২০২০ ২২:৪২ মিঃ

সুন্দর লেখনী